 
                                চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নে “মানব কল্যাণ সংস্থা”র উদ্যোগে এলাকার সর্বসাধারণের মাঝে কুরবানীর গোশত বিতরণ করা হয়েছে।
গত ১৮ জুন ঈদের ২য় দিন “মানব কল্যাণ সংস্থা”র উদ্যোগে একটি গরু কুরবানী করে এলাকার ১২০ জন সাধারণ মানুষের মাঝে গোশত বিতরণ করে সংস্থাটি।
এসময় সংস্থাটির আহবায়ক আব্দুল আলীম বলেন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানুষের অভাব হয়তো আমরা পূরণ করতে পারবনা কিন্তু সহমর্মিতা জানানোর সুযোগ আমরা নিতে পারব। তাঁরই অংশ হিসাবে আমাদের এ কুরবানি।
তিনি সমাজের বিত্তশালীদের মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহবান করেন। ধনীদের সম্পদে গরীবদের অধিকার আছে সেটাও তিনি উল্লেখ করেন।
এছাড়াও দীর্ঘদিন ধরে সংস্থাটি বারোঘরিয়ায় আরও নানান ধরনের সামাজিক কাজ করে আসছে বলে জানা গেছে।

 
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        
-2025-10-12-13-19-53.jpg) 
                                             
                                             
                                             
                                             
                                            
আপনার মূল্যবান মতামত দিন: