চাঁপাইনবাবগঞ্জ | সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩
আজ প্রায় ৩ হাজার মানুষের মাঝে বিশুদ্ধপানি ও শরবরত বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট স্বেচ্ছাসেবী সংস্থা।

চাঁপাইনবাবগঞ্জে সি.এন.পি.আই স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যােগে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে বিশুদ্ধপানি ও শরবত বিতরণ।

স্টাফ রিপোর্টার | প্রকাশিত: ৪ মে ২০২৪ ২০:৫৮

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ৪ মে ২০২৪ ২০:৫৮

  চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট স্বেচ্ছাসেবী সংস্থা। (সংগৃহিত ছবি)

চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়া ব্রিজ চত্ত্বর ও টোলঘরে প্রচন্ড তাপদহে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে বিশুদ্ধপানি ও শরবত বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট স্বেচ্ছাসেবী সংস্থা (CNPISS)

আজ শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত  এ কার্যক্রম চলমান ছিলো।
আজ প্রায় ৩ হাজার মানুষের মাঝে বিশুদ্ধপানি ও শরবরত বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট স্বেচ্ছাসেবী সংস্থা।

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন ডা. ফাহাদ আকিদ রেহমান প্রধান উপদেষ্টা সি.এন.পি.আই স্বেচ্ছাসেবী সংস্থা মেডিকেল অফিসার ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জ।

প্রকৌশলী মোঃ সজল আহম্মেদ টনক সাবেক সভাপতি  মোঃ হাবিবুর রহমান সংগঠন এর সভাপতি মোঃ সাইফুল ইসলাম সাধারণ সম্পাদক : মোঃ জাহিদ হাসান এবং ফাজাইল রাব্বি, তানভীর, হাসানুজ্জামান মিম, রুমান, সিহাব, মোশারফ  , মোরসালিন, রিমন,সজিব,সুজন,রিপন, জুবায়ের, হাসিবুল ইসলাম সিয়াম এবং আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য বৃন্দ ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট স্বেচ্ছাসেবী সংস্থা সদস্যরা বলেন, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ এ জে এম মাসুদুর রহমান ও উপদেষ্টা গণের পরামর্শে ও নির্দেশনায় আজকের অনুষ্ঠানটি করা হয়েছে। শিক্ষকগণ প্রতিষ্ঠানের বাইরে থাকায় অনুষ্ঠানে  উপস্থিত থাকতে পারেননি।

আমাদের একটাই স্লোগান সু-শিক্ষার পাশাপাশি মানব সেবায় এগিয়ে আসি এই স্লোগান টাকে সামনে রেখেই আমাদের আজকের কার্যক্রম গুলো করা হয়ে হয়েছে।
হাসপাতালের বেডে যখন অসহায় রোগী রক্তের অভাবে কষ্টে যন্ত্রণায় কাতড়ায় তখন আমরা তাদেরকে সাহায্য করে থাকি রক্ত দিয়ে এবং ঈদ সামগ্রিক খাদ্য বস্ত্র ও দিয়ে থাকি। তারা আরও বলেন সমাজের প্রতি নিজেদের দায়িত্ববোধ থেকে আজ একটি মানবিক উদ্যোগ গ্রহণ করেছি আজকের এই প্রোগ্রামে প্রচন্ড রোদে তৃষ্ণার্ত ৩ হাজারের বেশি মানুষদেরকে শরবত ও ঠান্ডা পানি বিতরণ করেছি।
আসুন, আমরা সবাই মিলে একটি সহায়ক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তুলি।

যদি কখনো কারো রক্তের প্রয়োজন হয় তাহলে সিএনপিআই স্বেচ্ছাসেবী সংস্থা কে বলুন আপনাকে তৎক্ষণিক রক্ত ম্যানেজ করে দিবে।
এ সংগঠন গরিব অসহায় মানুষদের পাশে সবসময় থাকার চেষ্টা করি।
যোগাযোগ :
সাইফুল ইসলাম-01309-070254 (সভাপতি)
জাহিদ হাসান -01315-411066 (সাধারণ সম্পাদক)



আপনার মূল্যবান মতামত দিন: