 
                                ডেস্ক রিপোর্টঃ ৭ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল থেকে অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ২২ ফিলিস্তিনি নিহত হয়েছেন।গতকাল শেষ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এরই মধ্যে দেশটিতে প্রেসিডেন্ট হিসেবে জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এসব প্রক্রিয়ার মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা থেমে নেই। অব্যাহত রয়েছে মৃত্যুর মিছিল।
পাশাপাশি লেবাননের রাজধানী বৈরুতেও অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর ইসরায়েলি হামলায় ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৩ জন।
জাতিসংঘের ইউম্যানিটারিয়ান প্রধান জয়েস মসুয়া সতর্ক করে জানিয়েছেন, ফিলিস্তিনিদের সাধারণ মানুষদের অমানবিক ভাবে সম্পূর্ণ অবরুদ্ধ করে রাখা হয়েছে। বিশ্ব যখন এসব তাকিয়ে তাকিয়ে দেখছে তখন গাজাবাসী অনাহারে দিন কাটাচ্ছে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৪৩ হাজার ৩৯১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে এক লাখের বেশি।
অন্যদিকে লেবাননে নিহত বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৫০ জনে। দেশটিতে আহত হয়েছেন ১৩ হাজার ৬৫৮ জন।

 
                                                         
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        
 
                                             
                                             
                                             
                                            
আপনার মূল্যবান মতামত দিন: