চাঁপাইনবাবগঞ্জ | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩
তারা ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে ‘গভীরভাবে উদ্বিগ্ন’ এবং ‘সংঘাতের কারণে বেসামরিক হতাহতের কারণে শোকাহত’।

বেইজিংয়ে ইসরায়েলের দূতাবাসের কর্মীর ওপর হামলা

স্টাফ রিপোর্টার | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৩ ১৯:১৩

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৩ ১৯:১৩

সংগৃহিত ছবি

অনলাইন ডেস্ক: চীনের বেইজিংয়ে ইসরায়েলের দূতাবাসের এক কর্মীর ওপর হামলা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক ভিডিওতে দেখা গেছে একজন লোককে রাস্তায় ছুরি দিয়ে আক্রমণ করা হচ্ছে।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবারের হামলাটি দূতাবাসের কম্পাউন্ডে ঘটেনি এবং উদ্দেশ্য কি ছিল তা তদন্ত করা হচ্ছে। কর্মচারীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার অবস্থা স্থিতিশীল।’

চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা সম্প্রতি ফিলিস্তিনিদের জন্য ব্যাপক সমর্থন দেখিয়েছেন, অন্যদিকে অনলাইনে ইসরায়েল-বিরোধী পোস্টও রয়েছে। কেউ কেউ তাইওয়ানের সঙ্গে সম্পর্কের জন্য ইসরায়েলের সমালোচনা করেছে।

চীন বলেছে, তারা ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে ‘গভীরভাবে উদ্বিগ্ন’ এবং ‘সংঘাতের কারণে বেসামরিক হতাহতের কারণে শোকাহত’।

জবাবে, ইসরায়েল হামাসের হামলার নিন্দা না করার জন্য চীনকে নিয়ে গভীর হতাশা প্রকাশ করেছে। বেইজিংয়ে ইসরায়েলি দূতাবাসের প্রায় ২ কিলোমিটার দূরে ফিলিস্তিনি দূতাবাস অবস্থিত।



আপনার মূল্যবান মতামত দিন: