চাঁপাইনবাবগঞ্জ | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩
মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ নায়ারিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৮ জন নিহত ও আহত হয়েছেন আরো ৩৩ জন।

মেক্সিকোতে পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১৮

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১ মে ২০২৩ ১৯:০৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১ মে ২০২৩ ১৯:০৭

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:- মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ নায়ারিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৮ জন নিহত ও আহত হয়েছেন আরো ৩৩ জন। স্থানীয় সময় শনিবার (২৯ এপ্রিল) রাতে নায়ারিত রাজ্যের রাজধানী টেপিক এবং পর্যটন এলাকা পুয়ের্তো ভাল্লার্তার সংযোগকারী একটি মহাসড়কে এ ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে সোমবার (০১ মে) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

নায়ারিত প্রদেশের প্রসিকিউটরের কার্যালয় টুইটারে দেয়া এক বিবৃতিতে জানায়, বাসটি একটি হাইওয়ে দিয়ে যাওয়ার সময় প্রায় ১৫ মিটার গভীর খাদে পড়ে যায়।

 

দুর্ঘটনার পরপরই ফেডারেল ও স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের ভিত্তিতে উদ্ধার তৎপরতা চালানো হয় বলে প্রসিকিউটর কার্যালয় জানায়।

কর্তৃপক্ষ জানায়, নিহত ১৮ জনের মধ্যে অন্তত ১১ জন নারী। আহতদের মধ্যে অন্তত ১১ শিশুকে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে এখন পর্যন্ত দুর্ঘটনার কারণ জানা যায়নি। বাসে থাকা সবযাত্রীই মেক্সিকান নাগরিক বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: