![সংগৃহীত](https://www.mohanonda24.com/uploads/shares/28-4-2024-10-18-10-24-23.jpg)
বেঙ্গালুরু টেস্টে দাঁড়াতেই পারেনি স্বাগতিক ভারত। বলা যায় দাঁড়াতে দেননি ম্যাট হেনরি ও উইলিয়াম ও’রোর্ক। তাদের তোপে পঞ্চাশও পেরোয়নি ভারতের ইনিংস। পাঁচ ব্যাটার ফিরেছেন কোনো রান না করেই!
বৃষ্টির কারণে বেঙ্গালুরুতে ভারত-নিউজিল্যান্ডের প্রথম টেস্টের প্রথম দিনে একটি বলও মাঠে গড়ায়নি।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দ্বিতীয় দিনে টস জিতে ব্যাট করতে নামে ভারত। তবে এরপর যেন শুরু হয় উইকেট বৃষ্টি!
বিনা উইকেটে ৯ থেকে দুই অঙ্কের ঘরে পৌঁছাতেই ৩ উইকেট হারায় ভারত। ওপেনার রোহিত শর্মাকে (২) ফিরিয়ে শুরুটা করেন টিম সাউদি। এরপর অবশ্য আর তাকে কিছুই করতে হয়নি।
৯ম ওভারে বিরাট কোহলি ফেরেন ৯ বল খেলে কোনো রান না করে। পরের ওভারে সরফরাজ খানও ফেরেন ডাক মেরে। ১০ রানে ২ উইকেট হারানোর পর যশস্বী জয়সাওয়াল ও রিশাভ পান্ত মিলে যোগ করেন ২১ রান।
৩১ রানে ৩ উইকেট থেকে ৩৪ পর্যন্ত পৌঁছাতে আরো ৩ উইকেট হারায় স্বাগতিকরা। গত ৫৫ বছরের মাঝে প্রথমবার মধ্যাহ্নবিরতির আগেই ৬ উইকেট হারাল ভারত। তবুও ভারতের রান ৪০ পৌঁছায় কেবল রিশাভ পান্তের কল্যাণে।
৪৯ বলে ২০ রানের ইনিংস খেলেন রিশাভ। ইনিংসের প্রথম বাউন্ডারিও মেরেছিলেন তিনিই। সেটাও ইনিংসের ৭৭তম বলে। রিশাভ ছাড়া দুই অঙ্কে পৌঁছেছেন কেবল জয়সাওয়াল, ১৩।
বাকি আটজনের কেউ দুই অঙ্কে যেতে পারেনি। ইনিংসে শূন্য রানে আউট হয়েছেন পাঁচজন। সর্বশেষ ১৯৯৯ সালে মোহালিতে নিউজিল্যান্ডের বিপক্ষেই ভারতের পাঁচজন আউট হয়েছিলেন শূন্য রানে। তবে ওই ইনিংসে ৮৩ রান পর্যন্ত পৌঁছেছিল ভারত।
তবে বৃহস্পতিবার ৩১.২ ওভারে মাত্র ৪৬ রানে গুটিয়ে যায় ভারত। যা টেস্ট ক্রিকেটে ভারতের তৃতীয় সর্বনিম্ন স্কোর, তবে ঘরের মাঠে সর্বনিম্ন স্কোর। এমনকি এশিয়ার মাটিতেও এত কমে অলআউট হয়নি কখনো ভারত।
বল হাতে এদিন সবচেয়ে উজ্জ্বল ছিলেন ম্যাট হেনরি। ১৩.২ ওভারে ১৫ রানে নিয়েছেন ৫ উইকেট। উইলিয়াম ও’রোর্ক ১২ ওভারে ২২ রান খরচায় পকেটে ভরেন ৪ উইকেট।
জবাব দিতে নেমে অবশ্য ভালো অবস্থানে আছে নিউজিল্যান্ড। বিনা উইকেটে ১৭ ওভারে ৬৭ রান তুলেছে কিউইরা। ফিফটি পূরণ করেছেন ডেভন কনওয়ে, ৫৪ বলে ৫১ রানে ব্যাট করছেন তিনি। ১৫ রান নিয়ে তার সঙ্গী টম লাথাম।
আপনার মূল্যবান মতামত দিন: