চাঁপাইনবাবগঞ্জ | বৃহঃস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩
আজ আসরের শেষ দিনে ফাইনালেও মুখোমুখি এই দুই দল। বাংলাদেশ সময় রাত ৮টায় হায়দরাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

এবারের আইপিএল-এর শেষ আসর আজকে।

আ/স্টাফ রিপোর্টার | প্রকাশিত: ২৮ মে ২০২৩ ১৯:১৪

আ/স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ২৮ মে ২০২৩ ১৯:১৪

চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটানস (ফাইল ছবি)

স্পোর্টস ডেস্ক:- চারবারের জয়ী চেন্নাই সুপার কিংস এবং বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের ম্যাচ দিয়ে আরম্ভ হয়েছিল এবারের আইপিএল। আজ আসরের শেষ দিনে ফাইনালেও মুখোমুখি এই দুই দল। বাংলাদেশ সময় রাত ৮টায় হায়দরাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হবে এই ম্যাচটি।

টানা দ্বিতীয়বার ফাইনালে উঠে এলো গুজরাট টাইটান্স।

২০২২ সালেই প্রথম আইপিএলে যাত্রা শুরু হয়েছিল গুজরাটের। হার্দিক পান্ডিয়ার হাত ধরে নিজেদের অভিষেকেই চ্যাম্পিয়ন হয় ফ্রাঞ্চাইজিটি। এবার আবারও তারা উঠে এলো ফাইনালে। প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংসের কথা তো বলাই বাহুল্য।

এ নিয়ে ১০ বার ফাইনালে উঠলো চেন্নাই সুপার কিংস। এর মধ্যে চার বার জিতেছে। অর্থাৎ বাকি ছ’বার হারতে হয়েছে ধোনিদের।

চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং ফাইনালের আগে বলেন, ‘ফাইনালে আমরা পরিবেশ, পরিস্থিতি নিয়ে ভাবছি না।

দু’রকমের পিচ রয়েছে। কোনো একটা বেছে নেওয়া হবে। কিন্তু আমরা সেই নিয়ে কোনও চিন্তা করছি না। গতবারের থেকে অনেক ভালো জায়গায় রয়েছে আমাদের দল।’

এবারের আসরের প্রথম কোয়ালিফায়ারে হার্দিকের গুজরাটকে হারিয়েই ফাইনালে উঠেছে চেন্নাই। দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বাইকে ৬২ রানে হারানো গুজরাট কি পারবে এর বদলা নিতে!



আপনার মূল্যবান মতামত দিন: