চাঁপাইনবাবগঞ্জ | সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩
কাতার বিশ্বকাপ এ মার্টিনেজ যেভাবে অঙ্গভঙ্গির সাথে একটার পর একটা অপ্রাসঙ্গিক কথা বলে বিপক্ষ দল ফ্রান্স এর খেলোয়াড়দের মনোসংযোগ নষ্ট করছিলেন তাতেই অনেক টা সহজ করেছিল আর্জেন্টিার বিশ্বকাপ জয়।

এমিলিয়ানো মার্টিনেজ পাল্টে দিচ্ছে ফিফার নিয়ম

আ.স/ স্টাফ রিপোর্টার | প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৩ ০০:৪৯

আ.স/ স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৩ ০০:৪৯

এমিলিয়ানো মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক: কাতার বিশ্বকাপ এ মার্টিনেজ যেভাবে অঙ্গভঙ্গির সাথে একটার পর একটা অপ্রাসঙ্গিক কথা বলে বিপক্ষ দল ফ্রান্স এর খেলোয়াড়দের মনোসংযোগ নষ্ট করছিলেন তাতেই অনেক টা সহজ করেছিল আর্জেন্টিার বিশ্বকাপ জয়।

কিন্তু ফিফা চাইছে পেনাল্টি সুটের সময় গোলকিপার এর এই ধরনের অঙ্গভঙ্গি নিষিদ্ধ করতে চলতি বছরের মার্চ মাসে ।

কাতার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্টিনেজ ট্রাইবেকারে যেই আচরণ করেছিলেন তা ভুলে যাওয়া সম্ভব নয় কারো পক্ষে বিশেষ করে ফ্রান্স এর খেলোয়াড়দের পক্ষে।
দীর্ঘ ৩৬ বছর পর আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হয় ।
ফ্রান্সের খেলোয়াড়রা পেনাল্টি সর্ট নিতে আসার সময় এমি মার্টিনেজ তাদেরকে একটার পর একটা অপ্রাসঙ্গিক কথা বলে তাদের মনোসংযোগ নষ্ট করে দেই ।
সেই সাথে বিশ্বকাপের সাথে সাথেই মার্টিনেজ জিতে নেয় গোল্ডেন গ্লাভস ।

বিশ্বকাপ শেষের এক মাস পরই ফিফা এই বিষয় নিয়ে আলোচনা করেছে । আগামীতে যাতে আর্জেন্টিনার গোলকিপার এমি মার্টিনেজ এর মত প্রতিপক্ষ দলের মন নিয়ে কোন গোল কিপার খেলতে না পারে সেইটা নিয়ে ভাবছে ফিফা।
ঠিক এমনটাই জানিয়েছিলেন ব্রিটিশ ট্যাবলয়েড দ্যা সান।
আসছে আগামী মার্চ মাসেই লন্ডনে মিটিং বসতে যাচ্ছে ফিফার ।সেখানেই বদল আসতে পারে ফিফার নিয়মের।
কোনভাবেই গোলকিপার ট্রাই বেকার এর সময় পেনাল্টি টেকার কে বিভ্রান্ত করতে পারবেন না এই বিষয় নিয়েই হবে সিদ্ধান্ত ।

এমি মার্টিনেজ এর এই মাইন্ড গেম নতুন কিছু নয় ।
কাতার বিশ্বকাপ এর কোয়াটার ফাইনালে নেদারল্যান্ডস এর সাথে এমি মার্টিনেজ দেখিয়ে দিয়েছিলেন তার এই যাদু।
গত কোপা আমেরিকার সেমি ফাইনাল এ এমিলিয়ানো মার্টিনেজ এর যাদু তে জিতেছিল আর্জেন্টিনা । আর্জেন্টিনা কে করেছিলেন চ্যাম্পিয়ন।
আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা যদি এই নিয়ম পাল্টে দেই তাহলে এই ধরনের আর কোন কিছুই দেখবে না ফুটবল বিশ্ব

তথ্য সূত্র : DBC news



আপনার মূল্যবান মতামত দিন: