চাঁপাইনবাবগঞ্জ | মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩
ম্যাচে পিএসজির হয়ে গোল করে নতুন রেকর্ডও গড়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি।

রাতে শিরোপা জিতল পিএসজি আবার মেসির নতুন রেকর্ড।

আ/স্টাফ রিপোর্টার | প্রকাশিত: ২৮ মে ২০২৩ ১৯:০৩

আ/স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ২৮ মে ২০২৩ ১৯:০৩

ফাইল ছবি

অনলাইন স্পোর্টস ডেস্ক:- ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা জিতল পিএসজি। শনিবার রাতে ট্রাসর্বুগের সঙ্গে ১-১ ব্যবধানে ড্রয়ের ফলে মেসি-এমবাপ্পেদের শিরোপা নিশ্চিত হয়েছে। ম্যাচে পিএসজির হয়ে গোল করে নতুন রেকর্ডও গড়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি।

এক ম্যাচ হাতে রেখে শিরোপা জিততে ট্রাসবুর্গের সঙ্গে ড্র করলেই চলত পিএসজির।

ট্রাসবুর্গের মাঠে ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য, দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় পিএসজি। ৫৯তম মিনিটে কিলিয়ান এমবাপ্পের পাস থেকে বাঁ পায়ে দারুণ গোল করে পিএসজিকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন মেসি। এই গোলের মধ্য দিয়ে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে গোলসংখ্যায় রোনালদোকে ছাড়িয়ে গেছেন আর্জেন্টাইন অধিনায়ক। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলসংখ্যা ৪৯৫টি, আর মেসির এখন ৪৯৬টি।

মেসির গোলের ২০ মিনিট পর সমতা ফেরায় ট্রাসবুর্গ। ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় শিরোপা জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়েন পিএসজির খেলোয়াড়রা। এক ম্যাচ হাতে রেখেই শিরোপা জয় নিশ্চিত হয়েছে পিএসজির। লিগে ৩৭ ম্যাচ শেষে পিএসজির পয়েন্ট ৮৫।

সমান ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে দুইয়ে লেন্স। শেষ ম্যাচে পিএসজি হারলে, আর লেন্স জিতলেও পিএসজিই থাকবে শীর্ষে।



আপনার মূল্যবান মতামত দিন: