চাঁপাইনবাবগঞ্জ | শনিবার, ১ নভেম্বর ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

'সিএন বাংলা'র দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজেস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫ ১৮:৫৯

নিজেস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫ ১৮:৫৯

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জ থেকে পরিচালিত দেশের জনপ্রিয় গণমাধ্যম "সিএন বাংলা"র বর্ণাঢ্য আয়োজনে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাবে কেক কর্তন সহ অন্যান্য আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। আয়োজনের শুরুতে সকালে টাউন ক্লাব থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে টাউন ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং সভা শেষে কেক কর্তন করা হয়।

আলোচনা সভায় অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসনের মনোনীত এমপি প্রার্থী নূরুল ইসলাম বুলবুল, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, সদস্য সচিব রফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, সিএন বাংলার প্রধান নির্বাহী আব্দুল মবিন এবং প্রকাশক ও সম্পাদক মেসবাউল হক।

সিএন বাংলার বার্তা সম্পাদক তারেক রহমান ও উপস্থাপিকা তাসনিয়া অলিভ ইউসা উপস্থাপনায় অনুষ্ঠানে সারাদেশ থেকে আসা সিএন বাংলার প্রতিনিধি ও জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এসময় অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ সিএন বাংলাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। তারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ধারাবাহিকতার জন্য সিএন বাংলাকে ধন্যবাদ জানান এবং আগামীতেও দেশের সংকট সম্ভাবনা ও দুর্ভোগের সময় গুরুত্বপূর্ণ পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট আইনজীবী ও আলোকিত গৌড়ের প্রকাশক নূরে আলম সিদ্দিকী (আসাদ), দৈনিক চাঁপাই দর্পনের প্রকাশক ও সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার ফারুক আহমেদ চৌধুরী, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম, বিজয় টিভির জেলা প্রতিনিধি নাদিম হোসেন, সময় টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলমসহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ৷



আপনার মূল্যবান মতামত দিন: