চাঁপাইনবাবগঞ্জ | বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এসএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে সতর্কবার্তা : ইসি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫ ১০:১২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫ ১০:১২

সংগৃহীত

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। ওই সময় এসএসসি বা এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণার ক্ষেত্রে যেন নির্বাচনের তারিখের সঙ্গে না মেলে— এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়কে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
গতকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি জানান, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে কমিশন সার্বিক প্রস্তুতি নিচ্ছে। নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে ইসি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সঙ্গে সমন্বয় সভা করেছে। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য তুলে ধরেন ইসি সচিব।
আখতার আহমেদ বলেন, কমিশন ভোটকেন্দ্র স্থাপন ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত বিভিন্ন বাস্তব সমস্যা সংশ্লিষ্ট সংস্থাগুলোর নজরে এনেছে। ভোটকেন্দ্র ও সড়ক মেরামত ও সংস্কারের জন্য আমরা সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অনুরোধ জানিয়েছি। ফেব্রুয়ারিতে আবহাওয়া অনুকূল থাকলেও আগে থেকেই কেন্দ্রগুলোর প্রবেশগম্যতা নিশ্চিত করা জরুরি।
আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সভায় চার নির্বাচন কমিশনার ছাড়াও স্বরাষ্ট্র, জনপ্রশাসন, শিক্ষা, বিদ্যুৎ, স্বাস্থ্য ও স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় নির্বাচন-সম্পর্কিত অবকাঠামো উন্নয়ন, ভোটকেন্দ্রের লজিস্টিকস, আইনশৃঙ্খলা, বিদ্যুৎ সরবরাহ, স্বাস্থ্য সহায়তা এবং বাজেট ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: