চাঁপাইনবাবগঞ্জ | শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে সংলাপে বসছে ইসি

অলাইন ডেস্ক | প্রকাশিত: ২ অক্টোবর ২০২৫ ১৯:২৬

অলাইন ডেস্ক
প্রকাশিত: ২ অক্টোবর ২০২৫ ১৯:২৬

সংগৃহিত

১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ৭ অক্টোবর নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়— সেই বিষয়ে মতামত নিতেই এ উদ্যোগ।

ইসির জনসংযোগ শাখার কর্মকর্তারা জানিয়েছেন, ওইদিন সকালে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। এতে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) মোহাম্মদ আবু হেনাসহ সংশ্লিষ্টরা অংশ নেবেন।
বিকেলে নারী নেত্রীদের সঙ্গে পৃথক সংলাপে বসবে ইসি। এ দুই আলোচনায় সর্বমোট ৪০ জন অংশগ্রহণকারী তাদের মতামত ও প্রস্তাব দেবেন।

গত ২৮ সেপ্টেম্বর থেকে ভোটকেন্দ্রিক সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। ওইদিন সুশীল সমাজের প্রতিনিধি, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়।

আগামী ৬ অক্টোবর গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বসবে সংস্থাটি। এরপর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সংলাপ আয়োজন করা হবে বলে জানা গেছে।



আপনার মূল্যবান মতামত দিন: