ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমদের বহনকারী একটি গাড়িতে ট্রাকের ধাক্কার ঘটনা ঘটেছে। এতে দুমড়ে-মুচড়ে গেছে গাড়িটি। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্রগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় বিষয় নিশ্চিত করেছেন চট্রগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল। তিনি বলেন, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমদের গাড়িবহরে একটি ট্রাকের ধাক্কা লেগেছে। এ সময় পুলিশ ঘটনাস্থলে ছিল। পরে ট্রাকটি আটক হয়। এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মো. তরিকুল ইসলাম ঘটনাটিকে হত্যাচেষ্টা বলে দাবি করছেন। গণমাধ্যমে তিনি বলেন, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জিয়ারত করে ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়ি বহরে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: