চাঁপাইনবাবগঞ্জ | মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩
আবহাওয়া ভালো হলে ক্ষতিগ্রস্থ এলাকা তিনি পরিদর্শন করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৭ মে ২০২৪ ১৪:২৪

নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৭ মে ২০২৪ ১৪:২৪

রাজধানীতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলন (ছবি-সংগৃহিত)

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবহাওয়া ভালো হলে ক্ষতিগ্রস্থ এলাকা তিনি পরিদর্শন করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (২৭ মে) রাজধানীতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ওবায়দুল কাদের।

এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে জনপ্রতিনিধিসহ দলীয় নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হ‌য়ে‌ছে। তারা সাধারণ মানু‌ষের পা‌শে দাঁড়ি‌য়ে কাজ কর‌ছে। দুর্যোগে মানুষের পাশে না দাঁড়িয়ে সহযোগিতার নামে বিএন‌পি ফটোসেশন করছে ব‌লেও মন্তব্য করেন তিনি।

এ সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, মির্জা আজম, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: