চাঁপাইনবাবগঞ্জ | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩
রাজধানীর গুলশানে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আরোও একজনের মৃত্যু হয়েছে।

গুলশানের আগুনে আরও একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৩ ০৩:১০

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২৩ ০৩:১০

গুলশানের আগুন

নিউজ ডেস্ক: রাজধানীর গুলশানে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আরোও একজনের মৃত্যু হয়েছে। আগুন লাগার সময় তিনি ১২তলা থেকে লাফ দিয়েছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত তিনটার দিকে তিনি মারা যান। এ নিয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনায় দুজনের মৃত্যু হলো।

ওই ব্যক্তির নাম মোহাম্মদ রাজু (৩৫)। তার বাড়ি গাজীপুরের কালীগঞ্জে। তিনি ভবনের ১২তলায় একজন কর্মকর্তার বাসায় বাবুর্চির কাজ করতেন বলে জানা গেছে।

১২ তলা থেকে লাফ দেওয়ার পর গতকাল রাত ১০টার দিকে তাকে নিকটবর্তী একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তিনি মৃত্যুবরণ করেন। 

সোমবার সকাল থেকে বহুতল ওই ভবনে কাজ করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা বলছেন, ওই ভবনে ২৬টি ফ্ল্যাটে ২৩টি পরিবার বসবাস করতেন। সেখানে খোঁজ করে আর কোনো মরদেহ পাওয়া যায়নি।

গতকাল রোববার সন্ধ্যা সোয়া সাতটার দিকে ওই ভবনে আগুন লাগে। অগ্নিনির্বাপকবাহিনীর ১৯টি ইউনিট প্রায় চার ঘণ্টার চেষ্টা করে রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। 



আপনার মূল্যবান মতামত দিন: