চাঁপাইনবাবগঞ্জ | সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩
অমর একুশে বইমেলায় থাকছে ড. সফিকুল ইসলামের লেখা দুটি নতুন বই

বই মেলায় থাকছে "চিন্তানুরণন' ও "লুকোচুরি জীবন

হযরত আলী / স্টাফ রিপোর্টার | প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৩ ০৭:৫০

হযরত আলী / স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৩ ০৭:৫০

প্রতীকী ছবি

নিউজ ডেস্কঃ অমর একুশে বইমেলায় থাকছে ড. সফিকুল ইসলামের লেখা দুটি নতুন বই। 'চিন্তানুরণন' কবিতার বই ও 'লুকোচুরির জীবন' গল্পের বই পাওয়া যাবে ৩৮০-৩৮১ স্টলে। এছাড়াও ইতোপূর্বে প্রকাশিত আরও একটি বই থাকছে মেলায়।

চিন্তানুরণন' কাব্যগ্রন্থটি প্রচ্ছদ করেছেন মাত্রাপ্রকাশের প্রকাশক আল নোমান ও 'লুকোচুরির জীবন' গল্পের বইটি প্রচ্ছদ করেছেন সৃজন প্রকাশের প্রকাশক রাজীব দত্ত। 

আগামী ১২ ফেব্রুয়ারি পর মাত্রা প্রকাশের স্টল থেকে সংগ্রহ করতে পারবেন পাঠকরা। এছাড়া ১৭ ও ১৮ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার লেখককে স্টলেও পাওয়া যেতে পারে।

এদিকে, গত বছর প্রকাশিত কবিতার বই 'যে কথা যায় না বলা' আগামী প্রকাশনীর প্যাভিলিয়নে এবারও পাওয়া যাবে স্টক শেষ না হওয়া পর্যন্ত। গত বছর যে কথা যায় না বলা গ্রন্থটি পাঠকদের মধ্যে বেশ সারা ফেলেছে।

লেখক ড. সফিকুল ইসলাম ব্যক্তি জীবনে একজন নগরবিদ হলেও তিনি কবিতা ও সাহিত্য খুব ভালবাসেন।  যা তার লেখনিতে বুঝা যায়। তিনি দেশের জাতীয় পত্রিকা প্রথম আলো ও যুগান্তরসহ দীর্ঘ সময় ধরে অনেক জাতীয় পত্র-পত্রিকায় লেখা-লেখি  করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন: