এইচএসসি পরীক্ষা ২০২৪ এ চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী ফেল করেছেন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১টার দিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সব বোর্ডের ফলের যে সারসংক্ষেপ তৈরি করেছে, তা থেকে এ তথ্য জানা যায়।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, চাঁপাইনবাবগঞ্জ সদরের সফিউর রহমান আইডিয়াল কলেজ ও চকঝগড়ু হাইস্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় মোট ১৩ জন শিক্ষার্থী অংশ নেন। পরীক্ষায় তাদের কেউই পাস করেননি।
সফিউর রহমান আইডিয়াল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় দুটি বিভাগ থেকে ১২ জন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন বলে জানা গেছে। এরমধ্যে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দেন একজন এবং মানবিক বিভাগ পরীক্ষা দেন ১১জন। তাদের কেউই পরীক্ষায় পাস করতে পারেননি। অন্যদিকে চকঝগড়ু হাইস্কুল অ্যান্ড কলেজে মানবিক বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেওয়া একমাত্র শিক্ষার্থীও ফেল করেছেন।
আপনার মূল্যবান মতামত দিন: