চাঁপাইনবাবগঞ্জ | শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

চবিতে ভর্তির আবেদন শুরু আগামী ৩০ মার্চ

হ.আ/রিপোর্টার | প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩ ১৬:৪১

হ.আ/রিপোর্টার
প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩ ১৬:৪১

চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় (সংগ্রহিত ছবি)

শিক্ষা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে ২০১৯ বা ২০২০ সালের মাধ্যমিক বা সমমান এবং ২০২১ বা ২০২২ সালের উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এবারের ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবেন।

প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন আগামী ৩০ মার্চ (বৃহস্পতিবার) থেকে শুরু হয়ে চলবে ১২ এপ্রিল পর্যন্ত। এবারের ভর্তি পরীক্ষার আবেদন ফি ৮৫০ টাকা।

আজ মঙ্গলবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এবং ভর্তি কমিটি সচিব এস. এম. আকবর হোছাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ভর্তিচ্ছুদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইট: (https://admission.cu.ac.bd)-এ প্রচারিত অনলাইনে আবেদন প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে হবে।

ভর্তি পরীক্ষার যোগ্যতা --

যেসব আবেদনকারী বাংলাদেশের যেকোন শিক্ষা বোর্ডের অধীন ২০১৯ বা ২০২০ সালের মাধ্যমিক/দাখিল/সমমান পরীক্ষা এবং ২০২১ বা ২০২২ সালের উচ্চ মাধ্যমিক/আলিম/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সাপেক্ষে ভর্তি নির্দেশিকায় উল্লিখিত সংশ্লিষ্ট ইউনিট বা উপ-ইউনিট/ অনুষদ/ বিভাগ/ ইনস্টিটিউটভিত্তিক ভর্তির যোগ্যতা আছে, তাঁরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবেন।

ইউনিট/ উপ-ইউনিটগুলো হলো এ-ইউনিট, বি-ইউনিট, বি-১ উপইউনিট, সি-ইউনিট, ডি-ইউনিট ও ডি-১ উপইউনিট। ভর্তি নির্দেশিকায় উল্লিখিত সংশ্লিষ্ট ইউনিট বা উপইউনিট এবং অনুষদ, বিভাগ/ ইনস্টিটিউটভিত্তিক ভর্তির যোগ্যতা ভর্তির ওয়েবসাইটে বিস্তারিত পাওয়া যাবে।

জিসিই (ও লেভেল এবং এ লেভেল) ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সমমানের বিদেশি সার্টিফিকেটধারী প্রার্থীদের ক্ষেত্রে যেসব আবেদনকারী ২০১৯ বা ২০২০ সালের জিসিই ‘ও’ লেভেল পরীক্ষায় এবং ২০২১ বা ২০২২ সালের জিসিই ‘এ’ লেভেল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং ভর্তি নির্দেশিকায় উল্লিখিত ন্যূনতম যোগ্যতা রয়েছে, তাঁরা সংশ্লিষ্ট ইউনিট/ উপইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বিবেচিত হবেন। এ–সম্পর্কিত বিস্তারিত তথ্যাদি ভর্তির ওয়েবসাইটে প্রচারিত ভর্তি নির্দেশিকায় বর্ণিত আছে।

জিসিই (ও লেভেল এবং এ লেভেল) অথবা সমমানের বিদেশি সার্টিফিকেটধারী আবেদনকারীকে সংশ্লিষ্ট পরীক্ষাগুলোর সমমান করার জন্য বিজ্ঞান অনুষদ অফিসে তাঁর গ্রেডশিট/ মার্কশিটগুলোর ফটোকপিসহ আবেদনের সঙ্গে রেজিস্ট্রার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনুকূলে অগ্রণী ব্যাংক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা থেকে সংগৃহীত এক হাজার টাকার পে-অর্ডার সমতা নিরূপণ ফি হিসেবে প্রদান করতে হবে।

যেভাবে আবেদনের ফি জমা দিতে হবে --

ইউনিট/উপ-ইউনিট প্রতি নির্ধারিত ৮৫০ টাকা আবেদন ফি ‘রকেট’ বা ‘বিকাশ’-এর মাধ্যমে জমা দেওয়া যাবে। আগামী ১৪ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ইউনিট/উপ-ইউনিট প্রতি নির্ধারিত আবেদন ফি জমা দেওয়া যাবে।

ভর্তি পরীক্ষার নম্বর বন্টন --

সংশ্লিষ্ট ইউনিট/উপ-ইউনিটে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষায় (প্রযোজ্য ক্ষেত্রে) অংশগ্রহণ করতে হবে। ভর্তি পরীক্ষায় মোট প্রাপ্ত নম্বর থেকে প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক পঁচিশ (০.২৫) নম্বর কেটে নেওয়া হবে।

২০২০ সালের মাধ্যমিক/দাখিল/সমমান পরীক্ষা এবং ২০২২ সালের উচ্চ মাধ্যমিক/আলিম/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী ব্যতীত অন্য শিক্ষাবর্ষে মাধ্যমিক/দাখিল/সমমান এবং উচ্চ মাধ্যমিক/আলিম/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্ষেত্রে তাঁদের সর্বমোট [এমসিকিউ+এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ’র গুণিতক ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে)] প্রাপ্ত নম্বর থেকে ৫ (পাঁচ) নম্বর কর্তন করে মেধাতালিকা প্রস্তুত করা হবে।

আবেদনর সংশোধনীর সুযোগ --

২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের অনলাইনে আবেদনপ্রক্রিয়ার নিয়মাবলি চবির ভর্তির ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনপত্রে যেকোন প্রকার সংশোধনী বা ভর্তি পরীক্ষাসংক্রান্ত যেকোন ডকুমেন্টের ডুপ্লিকেট কপি নেওয়ার জন্য (প্রযোজ্য ক্ষেত্রে) ৩০০ টাকা সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।



আপনার মূল্যবান মতামত দিন: