
২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথমবর্ষ ভর্তি পরীক্ষায় ৪৯ হাজার ১৯৪ জন শিক্ষার্থী পাস করেছেন। শতকরা হিসেবে পাসের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ। এ বছর সর্বোচ্চ ৯৪ দশমিক ২৫ নম্বর পেয়ে প্রথম হয়েছে রাফসান জামান।
আজ রোববার (১২ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালীস্ব স্বাস্থ্য অধিদফতরের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এই ফলাফল ঘোষণা করেন।
এর আগে গত শুক্রবার (১০ মার্চ) সারাদেশে ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এক ঘণ্টার ১০০ নম্বরের এই এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, এ বছর মোট আবেদনকারীর সংখ্যা ছিল ১ লাখ ৩৯ হাজার ২১৭ জন। সরকারি মেডিকেলে মোট আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি। সে হিসেবে আসনপ্রতি লড়েছে ৩২ শিক্ষার্থী। আর সরকারি-বেসরকারি মিলিয়ে ১০৮টি মেডিকেল কলেজে মোট আসন রয়েছে ১১ হাজার ১২২টি। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়েন ১২ জন পরীক্ষার্থী।
দেশে মোট সরকারি মেডিকেল কলেজ ৩৭টি। সরকারি মেডিকেলে এমবিবিএসে চার হাজার ৩৫০টি আসন রয়েছে। মেধা কোটায় ৩ হাজার ৩৮৪ জন, জেলা কোটায় ৮৪৬ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৮৭ জন ও উপজাতি কোটায় ৩৩ জন ভর্তি হতে পারবেন।
এছাড়া ৭১টি বেসরকারি মেডিকেল কলেজের ছয় হাজার ৭৭২টি আসনের জন্য ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্যে থেকে ৩৩ হাজার ৮৬০ জন শিক্ষার্থী মেধা ও পছন্দের ভিত্তিতে ভর্তির জন্য বিবেচিত হবেন।
এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর প্রদান করা হয় এবং প্রতিটি ভুল উত্তরদানের জন্য ০.২৫ নম্বর কাটা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: