
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণের সুযোগ থাকছে। বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০২১-২২ শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিক পাস করা শিক্ষার্থীরাও এবারের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এবছর গতবারের চেয়ে ১০০ টাকা আবেদন ফি বাড়ানো হয়েছে। আগামী ২০ মার্চ দুপুর ১২ টার পর অনলাইনে আবেদন করতে পারবে। আবেদনের শেষ সময় ৫ এপ্রিল।
সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ বলেন, ডিনস কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এবারের ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণের সুযোগ থাকছে। গত বছরের মতো এ বছরও চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটে পরীক্ষা হবে। গত বছরের চেয়ে এবার খুব একটা বেশি পরিবর্তন হবে না। তবে বিজ্ঞান অনুষদে আবেদনের যোগ্যতায় সামান্য পরিবর্তন আনা হয়েছে। এ ইউনিটে আগে আবেদনের জন্য এসএসসি ও এইচএসসির ফলাফল মিলিয়ে মোট জিপিএ ৮.০০ লাগত। এখন তাতে ০.২৫ যোগ করে ৮.২৫ করা হয়েছে।
তথ্যসূত্রে জানা যায়, গত বছরের মতো এ বছরও চারটি ইউনিট এ দুটি উপ- ইউনিটের মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। ৪৮ টি বিভাগ ও ৬ টি ইনস্টিটিউটে ৪ হাজার ৯২৬ টি আসনের বিপরীতে শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। প্রতি ইউনিটে আবেদনের জন্য একজন শিক্ষার্থীকে গুনতে হবে ৯৫০ টাকা। যা গত বছর ছিল ৮৫০ টাকা। ভর্তি পরীক্ষা শুরু হবে ১৬ মে শেষ হবে ২৫ মে।
আপনার মূল্যবান মতামত দিন: