
একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন এর কার্যক্রম শুরু হয়েছে। চলবে আগামী ২০ মার্চ পর্যন্ত। একাদশের নতুন ১ম বর্ষের শিক্ষার্থীদের অনলাইনে রেজিষ্ট্রেশন করতে হবে।
তথ্য সূত্রে জানা গেছে, আগামী ২০ মার্চ বিকেল ৫ টার মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের তথ্য অনলাইনে পাঠাতে হবে প্রতিষ্ঠানগুলোকে।
গত রবিবার (৫ মার্চ) থেকে অনলাইনে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার সুযোগ করে দেওয়া হয়েছে। বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ভর্তির ওয়েবসাইটে (http://www.xiclassadmission.
কলেজ প্যানেলে লগইন করে একাদশ শ্রেণিতে ভর্তি করা শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করবেন। ২০ মার্চ বিকেল ৫ টার মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের তথ্য অনলাইনে পাঠাতে হবে।
বোর্ড আরও জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করতে না পারলে জটিলতার জন্য বোর্ড দায়ী নয়।
আপনার মূল্যবান মতামত দিন: