
২০২২-২৩ শিক্ষাবর্ষের দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে গত বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি)। এবার ১ লাখ ৩৮ হাজারের বেশি আবেদন করেছে। সে হিসেবে সরকারি মেডিকেলে আসন প্রতি প্রায় ৩২ জনের মধ্যে লড়াই হবে।
জানা গেছে, দেশের মেডিকেল কলেজগুলোতে মোট আসন রয়েছে ৪ হাজার ৩৫০ টি। এর মধ্যে বেসরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ১৬৮ টি। সব মিলিয়ে ১০ হাজার ৫১৮ টি আসনের জন্য ভর্তিযুদ্ধে নামবে শিক্ষার্থীরা। সেক্ষেএে আসন প্রতি প্রায় ১৬ জন পরীক্ষায় বসবে।
বিষয়টি নিশ্চিত করেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের
উপ-পরিচালক (সরকারী ও বেসরকারি মেডিকেল কলেজ) ড. মুজতাহিদ মুহাম্মদ হোসেন। আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) জানান। আবেদন প্রক্রিয়া শেষ এখন আসনবিন্যাসের কাজ চলছে। এরপর প্রবেশপত্র ছাড়া হবে।
মেডিকেল ভর্তি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু হবে ৬ মার্চ। ৭ মার্চ পর্যন্ত প্রবেশপএ পাওয়া যাবে। ১০ মার্চ সকাল ১০টায় দেশের ১৯ টি কেন্দ্রে মেডিকেল পরীক্ষা অনুষ্ঠিত হবে।
নতুননিয়ম অনুযায়ী বেসরকারি মেডিকেলে ভর্তির ক্ষেত্রে পাশ নাম্বার ৪০ পেলেই হবে না। মেধাক্রমে থাকতে হবে ৩০ হাজারের মধ্যে। তুলনামূলক যোগ্য ও মেধাবী শিক্ষার্থীদের স্থান দিতে এই নিয়ম চালু করা হয়েছ। বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস প্রথম বর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি হতে ১৯ লাখ ৪৪ হাজার টাকা গুনতে হবে। তাছাড়া ইন্টার্নশিপ বাবদ আরও ১ লাখ ৮০ হাজার টাকা (অপরিবর্তিত) ও টিউশন ফি বাবদ মাসে ১০ হাজার টাকা খরচ হবে।
গত বছরের ১ লাখ ৪৩ হাজার ৭৩০ জন মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছিল। যা অতীতের যেকোনো সময়ের তুলোনার চেয়ে বেশি। তখন প্রতি আসনের বিপরীতে ৩৩ জন পরীক্ষার্থী ছিল।
আপনার মূল্যবান মতামত দিন: