চাঁপাইনবাবগঞ্জ | সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ২৮ আশ্বিন ১৪৩২ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

রাজশাহীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে ১২ অক্টোবর

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫ ২১:১৪

ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৫ ২১:১৪

সংগৃহিত

টাইফয়েড জ্বর প্রতিরোধে সম্প্রসারিত টিকাদান (ইপিআই) কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী জেলায় ‘জাতীয় টায়ফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’ শুরু হচ্ছে আগামী ১২ অক্টোবর।

রাজশাহী সিভিল সার্জনের কার্যালয়ের ব্যবস্থাপনায় ক্যাম্পেইনটি শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে ৩০ অক্টোবর পর্যন্ত এবং কমিউনিটি ক্লিনিক পর্যায়ে ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত পরিচালিত হবে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজশাহী সিভিল সার্জনের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. এসআইএম রেজাউল করিম এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, জেলায় তারা ৫ লাখ ৬৪ হাজার ১২৩ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য রেখেছেন।

এই টিকা গ্রহণ করলে শিশুরা টাইফয়েড জ্বর থেকে সুরক্ষিত থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন: