 
                                জানাজায় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, আইনজীবী এবং বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলনসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
জানাজা শেষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অন্যান্য সংগঠনের পক্ষ থেকে মরহুমের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে তৃতীয় জানাজা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বাদ জোহর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে রোববার (৪ মে) বাদ এশা ঢাকার ধানমন্ডির তাক্বওয়া মসজিদে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে ইমামতি করেন তার ছোট ছেলে ব্যারিস্টার ইমরান সিদ্দিকী।
ব্যারিস্টার আব্দুর রাজ্জাক রোববার বিকেল ৪টা ১০ মিনিটে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 
                                                         
                                                         
                                                         
                                                         
                                                        -2023-02-24-22-39-39.jpg) 
                                                        
 
                                             
                                             
                                             
                                             
                                            
আপনার মূল্যবান মতামত দিন: