চাঁপাইনবাবগঞ্জ | বৃহঃস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩
কেয়ারটেকার সরকার ও নেতৃবৃন্দের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফলের জন্য প্রশাসনের সহোযোগিতা চেয়েছে জামায়াত

চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশের জন্য পুলিশ সুপারের সহযোগিতা চেয়েছে জামায়াত

স্টাফ রিপোর্টার | প্রকাশিত: ২৭ জুলাই ২০২৩ ২১:২৮

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৩ ২১:২৮

জেলা পুলিশ সুপারের কার্যালায়ে জামায়াতের আইনজীবীদের প্রতিনিধি দল

আজ দুপুরে জামায়াতের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ৩০ জুলাই চাঁপাইনবাবগঞ্জ জেলায় কেয়ারটেকার সরকার ও নেতৃবৃন্দের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের জন্য সহোযোগিতা চেয়ে জেলা পুলিশ সুপারের কার্যালায়ে যান জামায়াতের আইনজীবীদের একটি প্রতিনিধি দল।

জেলা দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইসাহাক আলীর নেতৃত্বে উক্ত প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ, অ্যাডভোকেট গোলাম মোস্তফাসহ অন্যান্য আইনজীবীরা।

জেলা পুলিশ সুপারের কার্যালায় থেকে বের হয়ে প্রতিনিধিরা জানান, আমরা আমাদের কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ সফলের সহোযোগিতা চেয়ে জেলা পুলিশ সুপার বরাবর লিখিত আবেদন জানিয়েছি। মাননীয় অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আবেদনটি গ্রহণ করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন: