চাঁপাইনবাবগঞ্জ | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩
হোয়াটসঅ্যাপে ‘অরিজিনাল’ ছবি-ভিডিও পাঠানো যাবে

হোয়াটসঅ্যাপে ‘অরিজিনাল’ ছবি-ভিডিও পাঠানো যাবে

স্টাফ রিপোর্টার | প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ০৬:১১

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ০৬:১১

হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপে ছবি ও ভিডিও পাঠালে তার আকার ছোট হয়ে যায়। প্ল্যাটফর্মটি সেন্ডারের পাঠানো ছবি ও ভিডিও রিসাইজ করে রিসিভারকে পাঠায়। ব্যবহারকারীদের এমন অভিযোগ পুরনো। এবার সেই অভিযোগের সুরাহা করতে চলেছে জনপ্রিয় এই মেসেজিং পরিষেবাদাতা প্রতিষ্ঠান।

শিগগিরই হোয়াটসঅ্যাপে অরিজিনাল সাইজের ছবি ও ভিডিও পাঠানো যাবে। এজন্য কাজ চলছে। আগামী আপডেটেই সমস্যার সমাধান আসবে। যেখান থেকে কীরকম কোয়ালিটির ছবি তারা পাঠাতে চান, তা ঠিক করা যাবে। আগামী কোনও আপডেটেই সেই ফিচার আসতে চলেছে বলেছে ইতিমধ্যেই জানানো হয়েছে।

তবে মোবাইল ভার্সনে সেই আপডেট আসতে আর কিছুদিন দেরি থাকলেও ইতিমধ্যেই সেই সুবিধা এসে গিয়েছে হোয়াটসঅ্যাপের ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য।

হোয়াটসঅ্যাপ ব্লগ ওয়াবেটা ইনফোর প্রকাশিত এক রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে।

এখন থেকে হোয়াটসঅ্যাপ ডেস্কটপ ব্যবহারকারীরা অরিজিনাল রেজুলেশনের ছবি ও ভিডিও পাঠাতে পারবেন। না কমবে সাইজ, না নষ্ট হবে কোয়ালিটি। তবে ডেটা বাঁচানোর প্রয়োজনে বা কোনও কারণে স্টোরেজ কম থাকলে কম্প্রেস করে ছবি পাঠানোর অপশনটিও থাকছে ব্যবহারকারীদের কাছে। তার জন্য 'স্ট্যান্ডার্ড কোয়ালিটি' বা ‘এইচডি কোয়ালিটি'- এই দুটি অপশন থেকে যেকোনও একটি বেছে নিতে হবে ব্যবহারকারীকে।

উইন্ডোজ এবং অ্যাপলের ম্যাক কম্পিউটার ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন



আপনার মূল্যবান মতামত দিন: