
শুক্রবার (২ মে) জাতীয় প্রেস ক্লাবে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “৫ আগস্টে দেশের জনগণ আওয়ামী লীগ ও মুজিববাদকে প্রত্যাখ্যান করেছে। এটি ছিল এক ধরনের গণঅভ্যুত্থান। জনরোষে পড়ে আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে পালিয়েছে। এখন আর তাদের রাজনীতি করার কোনো সুযোগ নেই।”
তিনি বলেন, “আওয়ামী লীগ তাদের নৈতিক ও রাজনৈতিক ভিত্তি হারিয়েছে। এখন প্রয়োজন তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা। নিবন্ধন বাতিল ও সংগঠন নিষিদ্ধ করে চূড়ান্ত বিচার নিশ্চিত করতে হবে।”
এ সময় তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে এবি পার্টি সবসময় পাশে থেকেছে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোরও সহযোগিতা পাওয়া গেছে।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে মন্তব্য করতে গিয়ে নাহিদ বলেন, “রাজনীতি এখন তিনটি বিষয়কে কেন্দ্র করে এগোচ্ছে—সংস্কার, নির্বাচন এবং আওয়ামী লীগের বিচার। এই তিনটি বিষয় একে-অন্যের পরিপূরক। এর মাধ্যমেই গণতান্ত্রিক রূপান্তর সম্ভব।”
সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, “সব রাজনৈতিক দলই সংস্কারের কথা বলছে। মৌলিক সংস্কারের মাধ্যমে শাসনব্যবস্থা ও ক্ষমতা হস্তান্তরের একটি কার্যকর পথ তৈরি করতে হবে। না হলে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে না।”
নির্বাচন নিয়ে দ্বন্দ্ব প্রসঙ্গে তিনি বলেন, “শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য শুধু প্রাতিষ্ঠানিক কাঠামো নয়, রাজনৈতিক সদিচ্ছা, আস্থা ও বিশ্বাসের পরিবেশ গড়ে তোলা জরুরি। তা না হলে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর সম্ভব নয়।”
আপনার মূল্যবান মতামত দিন: