র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের মাদকবিরোধী অভিযানে মদ ও ফেনসিডিলসহ আটক-১


নিজস্ব প্রতিবেদক : র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের চলমান মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৬৯ বোতল ফেনসিডিল ও ৪ বোতল বিদেশী মদসহ ১ জন কে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তি, চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়ার ২নং ওয়ার্ডের ৪নং বাঁধ এলাকার মোছা. উজলেফা বেগম ও মাঈনুল হকের ছেলে মো. শাহীন আলম (২১)।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২২ ফেব্রুয়ারি সোমবার রাত ১১ টার দিকে শিবগঞ্জ উপজেলার ১৩নং ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৪নং বাধ সংলগ্ন মাসুদের মুদি দোকানের উত্তর পাশে সোহবুলের আমগাছের নিচে অভিযান চালিয়ে ১৬৯ বোতল ফেনসিডিল ও ৪ বোতল বিদশী মদসহ শাহীন কে হাতেনাতে আটক করা হয়।
উল্লেখ্য যে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: