জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইমনের নেতৃত্বে নৌকার পক্ষে প্রচারণা!


নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন ১৪ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার নির্বাচন উপলক্ষে ৬নং ওয়ার্ডের পাড়া-মহল্লায় ও বাড়িবাড়ি গিয়ে মেয়র প্রার্থী সৈয়দ মনিরুল ইসলামকে বিজয়ী করতে গনসংযোগ করা হয়েছে।
শনিবার সারাদিন শিবগঞ্জ পৌর এলাকাসহ গণসংযোগে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমনসহ ছাত্র লীগের অন্য নেতাকর্মীরা। সদর থেকে যাওয়া আরিফুর রেজা ইমনসহ নেতৃবৃন্দ ভোটারদের উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় একটি করে ভোট দিয়ে সৈয়দ মনিরুল ইসলামকে জয়যুক্ত করার আহবান জানান।
- কপোত নবী।
আপনার মূল্যবান মতামত দিন: