টেলিগ্রামে সাইলেন্ট মেসেজ পাঠানোর উপায়


তথ্য ও প্রযুক্তি ডেস্ক: হোয়াটস অ্যাপের জনপ্রিয়তা আগের চেয়ে কিছুটা কমেছে। বেড়েছে টেলিগ্রাম, সিগনালের মতো মেসেজিং অ্যাপগুলোর চাহিদা। অ্যাপগুলোর ব্যবহারকারীরা হয়তো অনেক নতুন ফিচার সম্পর্কে এখনো তেমন জানেন না। আর এসব অ্যাপ ব্যবহারকারীর জন্য আরো সহজ করতেই বাংলাদেশ জার্নালের পাঠকদের জন্য আজ থাকছে টেলিগ্রামে সাইলেন্ট মেসেজ পাঠানো উপায়।
যা যা প্রয়োজন:
একটি অ্যাকটিভ ইন্টারনেট কানেকশন
স্মার্টফোনে টেলিগ্রামের লেটেস্ট ভার্সন ইন্সটল
টেলিগ্রামে সাইলেন্ট মেসেজ পাঠানোর পদ্ধতি
পদ্ধতি:
ধাপ ১) স্মার্টফোন অথবা কম্পিউটার থেকে টেলিগ্রাম ওপেন করুন।
ধাপ ২) যাকে সাইলেন্ট মেসেজ পাঠাবেন তার চ্যাট উইন্ডো ওপেন করুন।
ধাপ ৩) এরপরে মেসেজ টাইপ করুন।
ধাপ ৪) মেসেজ টাইপিং শেষ হলে এবার সেন্ড বাটনে প্রেস করে ৩ সেকেন্ড হোল্ড করে থাকুন।
ধাপ ৫) এখানে দুটি অপশন দেখতে পাবেন। প্রথম অপশনে মেসেজ শিডিউল করা যাবে। দ্বিতীয় অপশনে আওয়াজ ছাড়াই মেসেজ পাঠানো যাবে। দ্বিতীয় অপশন সিলেক্ট করুন।
উল্লেখ্য যে, সম্প্রতি হোয়াটসঅ্যাপ ব্যবহারের শর্তাবলীতে পরিবর্তন এসেছে। নতুন শর্তে গ্রাহকের বিভিন্ন ব্যক্তিগত তথ্য কোম্পানি বিজ্ঞাপন দেখানোর কাজে সংগ্রহ করবে। এর পরেই বিশ্বব্যাপী বহু মানুষ ফেসবুকের এই মেসেজিং অ্যাপ ব্যবহার বন্ধ করেছেন। আর এই ঘটনার পরেই মেসেজিং অ্যাপ টেলিগ্রাম ও সিগন্যালের জনপ্রিয়তা হু হু করে বাড়তে শুরু করেছে।
আপনার মূল্যবান মতামত দিন: