05/04/2025 স্থায়ী ক্যাম্পাসে না যাওয়ায় ১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
অনলাইন ডেস্ক
৪ মে ২০২৫ ১২:৪৮
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, সাময়িক অনুমতির মেয়াদ শেষ হলেও এই বিশ্ববিদ্যালয়গুলো এখনও স্থায়ী ক্যাম্পাসে শিক্ষাকার্যক্রম শুরু করেনি। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ধারা ১২(১) অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ইউজিসির সদস্য (বেসরকারি বিশ্ববিদ্যালয়) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা পেয়েছি, এখন আইন অনুযায়ী সেটি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে।
এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে ১৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইউজিসি। ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হলেও নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা না মানায় চারটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম বন্ধ করা হয়, দুটি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে ভর্তি নিষিদ্ধ করা হয় এবং বাকি ১২টি প্রতিষ্ঠানকে সময় বাড়ানো হয়।
বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী, প্রতিষ্ঠার পর সাত বছরের মধ্যে এবং পরবর্তীতে সর্বোচ্চ পাঁচ বছরের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তর করা বাধ্যতামূলক। তা না হলে শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞাসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।