05/02/2025 জেলা প্রশাসকের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে মহান মে দিবস উপলক্ষে রযালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
১ মে ২০২৫ ১৮:৩২
বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন এবং রাজশাহী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
রযালিটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ। স্বাগত বক্তব্য প্রদান করেন রাজশাহী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহা পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম।
মে দিবসের ইতিহাস ও তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন নবাব অটো রাইস মিলের চেয়ারম্যান মোঃ আকবর আলী। শ্রমিকদের অধিকার ও ন্যায্য দাবিদাওয়া নিয়ে বক্তব্য দেন মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সাইদুর রহমান এবং হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সবুজ।
অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, শ্রমিক সংগঠন ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা শ্রমিক-মালিকের সম্মিলিত প্রয়াসে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।