চাঁপাইনবাবগঞ্জ | বৃহঃস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

দেশের স্বার্থের বিরুদ্ধে যায় এমন চুক্তি না করার আহ্বান ফখরুলের

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১ মে ২০২৫ ১৮:৩৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১ মে ২০২৫ ১৮:৩৭

ফাইল ছবি

বৃহস্পতিবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, "আমরা রাজনৈতিকভাবে এক অস্বস্তিকর পরিস্থিতিতে বসবাস করছি। ফ্যাসিবাদ পতন ঘটলেও দেশে গণতন্ত্র ফিরে আসেনি।"

তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, “রাজনৈতিক দলগুলো যেসব সংস্কারের পক্ষে একমত হয়েছে, সেগুলো সামনে আনুন এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করুন। আর যেসব বিষয়ে একমত হয়নি, সেগুলোর আইন সংসদে পাস করবে একটি নির্বাচিত সরকার।”

বিএনপি মহাসচিব আরও বলেন, “সংস্কার শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সংস্কার আমাদের দাবি, সংস্কার আমাদের সন্তান। দেশের অস্তিত্ব নির্ভর করছে গণতন্ত্রের ওপর। নির্বাচনই গণতন্ত্র উত্তরণের একমাত্র পথ। গণতন্ত্র প্রতিষ্ঠা হলেই সব সমস্যা দূর হবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।



আপনার মূল্যবান মতামত দিন: