চাঁপাইনবাবগঞ্জ | শনিবার, ৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি বাকবিশিসের, জিডিপির ৬% বরাদ্দসহ ১১ দফা পেশ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২ মে ২০২৫ ১৪:২৪

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২ মে ২০২৫ ১৪:২৪

সংগৃহিত ছবি

শুক্রবার (২ মে) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ড. নূর মোহাম্মদ তালুকদার। এ সময় তিনি ১১ দফা দাবিসহ বিস্তারিত লিখিত বক্তব্য পাঠ করেন।

সংগঠনের উত্থাপিত ১১ দফা দাবি হলো:

১। সরকারি শিক্ষক-কর্মচারীদের ন্যায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের শতভাগ উৎসবভাতা, বাড়িভাড়া ও চিকিৎসাভাতা প্রদান।
২। শিক্ষা খাতে সংস্কারের লক্ষ্যে একটি শিক্ষা সংস্কার কমিশন গঠন।
৩। উচ্চ মাধ্যমিক স্তরের জ্যেষ্ঠ প্রভাষক পদ বাতিল করে সহকারী অধ্যাপক পদ পুনর্বহাল।
৪। বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স পর্যায়ে নিয়োজিত শিক্ষকদের এমপিওভুক্ত করা।
৫। অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য সরকারি কর্মচারীদের ন্যায় অবসর সুবিধা নিশ্চিতকরণ এবং তিন মাসের মধ্যে কল্যাণ ট্রাস্ট ও অবসর তহবিলের অর্থ প্রদান।
৬। বেসরকারি কলেজে সহযোগী অধ্যাপক ও অধ্যাপকের পদ সৃষ্টি।
৭। শিক্ষকদের অবসরের বয়সসীমা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ন্যায় ৬৫ বছর করা।
৮। শিক্ষাপ্রশাসনে বেসরকারি শিক্ষকদের আনুপাতিক হারে পদায়ন।
৯। অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে অভিজ্ঞতার ভিত্তিতে নিয়োগ বহাল রাখা।
১০। প্রশাসনিক পদসহ শিক্ষক নিয়োগ এনটিআরসিএ বা বিকল্প কমিশনের মাধ্যমে করা।
১১। শিক্ষকদের ওপর হামলা, নির্যাতন, লাঞ্ছনা ও চাকরিচ্যুতি বন্ধ এবং সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্বায়ত্বশাসন নিশ্চিত করা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আজিজুর রহমান, অধ্যাপক মো. মিজানুর রহমান মজুমদার, অধ্যক্ষ আকমল হোসেন, অধ্যাপক সৈয়দা শাহিনা পারভিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।



আপনার মূল্যবান মতামত দিন: