চাঁপাইনবাবগঞ্জ | মঙ্গলবার, ৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

আবু সাঈদ হত্যাকাণ্ডে ৮ মাস পর মামলা নিতে উদ্যোগী বেরোবি প্রশাসন

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৫ মে ২০২৫ ১২:৫৩

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৫ মে ২০২৫ ১২:৫৩

ফাইল ছবি

সোমবার (৫ মে) জানা যায়, মামলার বাদী ও সাক্ষীদের তালিকা চূড়ান্ত করার পাশাপাশি খসড়া আসামি তালিকাও প্রস্তুত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক বৈঠকের পর মামলার প্রস্তুতি নেওয়া হলেও, আসামির তালিকা থেকে প্রকৃত হামলাকারীদের একাংশের নাম বাদ পড়ার অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা। এতে মামলার স্বচ্ছতা ও কার্যকারিতা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন তারা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, খসড়া তালিকায় শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া, সাধারণ সম্পাদক শামীম মাহাফুজসহ সংগঠনের একাধিক নেতা-কর্মীর নাম রয়েছে। এ ছাড়া বহিরাগত ৮–৯ জন, বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত ৭ কর্মকর্তা ও ২ শিক্ষকসহ প্রায় ৩০–৩৫ জনকে আসামি করে মামলা করার পরিকল্পনা করা হয়েছে। তবে ২৫ জন কর্মকর্তার নাম বাদ পড়তে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে, যাদের বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর হামলা ও ইন্ধনের প্রমাণ রয়েছে।

এর আগে, চলতি বছরের ২০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ১০৯তম সিন্ডিকেট সভায় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৭১ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাময়িক বহিষ্কার করা হয়। তবে কর্মকর্তাদের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এমনকি তদন্ত কমিটিও গঠন করা হয়নি বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, যেসব কর্মকর্তার বিরুদ্ধে হামলায় জড়িত থাকার প্রমাণ রয়েছে, তাদের অনেকে এখনো গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। এমনকি ভর্তি পরীক্ষার মতো স্পর্শকাতর কার্যক্রমে তাদের নিরাপত্তা ও শৃঙ্খলা কমিটিতে যুক্ত করা হয়েছে।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে শহীদ আবু সাঈদের সহযোদ্ধা ও আন্দোলনের সমন্বয়ক শামসুর রহমান সুমন বলেন, “আমরা সাক্ষীর তালিকা জমা দিলেও প্রশাসনের অবহেলায় মামলা হয়নি। কার্যকর পদক্ষেপ না নিলে আবারো আন্দোলনে যাব।”

আরেক সহযোদ্ধা রোবায়েদ জাহিন বলেন, “আট মাসেও মামলা না হওয়া প্রশাসনের চরম ব্যর্থতা। তদন্ত কমিটি গঠন করেও অগ্রগতি হয়নি।”

পরিসংখ্যান বিভাগের শিক্ষক প্রভাষক ফারজানা জান্নাত তসি বলেন, “আবু সাঈদের মৃত্যু মূলত গত প্রশাসনের ব্যর্থতার ফসল। প্রশাসন আমার ছাত্রকে রক্ষার ন্যূনতম চেষ্টাও করেনি। এখনো প্রকৃত দোষীদের আড়াল করা হচ্ছে।”

এ বিষয়ে বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, “হামলাকারীদের সঠিকভাবে চিহ্নিত করা হয়েছে। কারো নাম বাদ যাবে না। মামলা চলতি সপ্তাহে না হলে আগামী সপ্তাহের মধ্যে হবে।”

শহীদ আবু সাঈদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শিক্ষার্থীরা দ্রুত ও নিরপেক্ষ বিচারের দাবি জানিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: