
রোববার (৪ মে) বিকেলে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিপক্ষের প্রধান কৌঁসুলি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
দীর্ঘদিন তিনি জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল পদে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালে তিনি দলের ১৯৭১ সালের ভূমিকা নিয়ে খোলামেলা আলোচনা ও ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে পদত্যাগ করেন, যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
তার মৃত্যুতে দেশের আইনজীবী মহল, রাজনৈতিক অঙ্গন ও সামাজিক পরিমণ্ডলে শোকের ছায়া নেমে এসেছে। ব্যারিস্টার রাজ্জাকের পেশাগত নিষ্ঠা, বুদ্ধিমত্তা ও স্পষ্টভাষী অবস্থান তাকে স্মরণীয় করে রাখবে বলে মত দিয়েছেন সহকর্মীরা।
মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আপনার মূল্যবান মতামত দিন: