চাঁপাইনবাবগঞ্জ | শনিবার, ৩ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

রুয়া নির্বাচন ইস্যুতে বক্তব্যে অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির

স্টাফ রিপোর্টার | প্রকাশিত: ২ মে ২০২৫ ১৩:৫৭

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ২ মে ২০২৫ ১৩:৫৭

ফাইল ছবি

শুক্রবার (২ মে) নিজের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “Rajshahi University Alumni Association সাবেক শিক্ষার্থীদের একটি বৈধ প্ল্যাটফর্ম—যার মাধ্যমে তারা ক্যাম্পাসের সাথে ক্লোজলি কানেক্টেড থাকেন। বিগত ফ্যাসিস্ট আমলে যেভাবে দলীয় প্রভাবের মাধ্যমে ক্যাম্পাসের স্টেকদের বঞ্চিত করা হতো, একইভাবে রুয়া নির্বাচন স্থগিত করে সাবেকদের অধিকার খর্ব করা হচ্ছে।”

তিনি আরও লেখেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে সাবেকদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন সমর্থন জানানো আমার দায়িত্বের অংশ হিসেবেই। এরই অংশ হিসেবে গতকাল আন্দোলনে অংশগ্রহণ করি এবং গণমাধ্যমে প্রদত্ত এক বক্তব্যে অনিচ্ছাকৃত শব্দচয়নে ভুল করে ফেলি। আমি এমন বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছি এবং আগামীতে আমি আরও সতর্ক থাকার চেষ্টা করব, ইনশাআল্লাহ।”

তার এই দুঃখ প্রকাশ সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। বিভিন্ন মহল থেকে তার সততা ও স্বচ্ছতা প্রশংসিত হলেও, কেউ কেউ তার ব্যবহৃত শব্দ ও অবস্থান নিয়ে সমালোচনাও করছেন।



আপনার মূল্যবান মতামত দিন: