
শনিবার (৩ মে) বেলা ১১টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ তরিকুল ইসলাম।
তিনি জানান, গত ২৭ এপ্রিল শহীদ সাটুহলে অনুষ্ঠিত পুলিশের আইন শৃঙ্খলা সভায় তিনি বক্তব্য দিতে গেলে জেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ লতিফুর রহমান তেড়ে এসে তাকে বাধা দেন। এ সময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। কিন্তু তার সামনেই ওই ঘটনা ঘটলেও পুলিশ নির্বিকার ছিল বলে অভিযোগ করেন তরিকুল ইসলাম।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, সৈয়দ মাহতাবুল আলম নূরী, জাব্বার আলী ও হুমায়ুন কবির প্রমুখ।
বক্তারা বলেন, একজন মুক্তিযোদ্ধার কথা বলার অধিকার রুদ্ধ করাটা জাতির জন্য লজ্জাজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
আপনার মূল্যবান মতামত দিন: