11/17/2025 হিন্দু পূজাকে ‘শয়তানের ইবাদত’ বলায় সাবেক এমপি হারুনের বিরুদ্ধে পূজা উদযাপন পরিষদের নিন্দা
ডেস্ক রিপোর্ট
১৭ নভেম্বর ২০২৫ ১৫:৪২
সাবেক এমপি হারুনুর রশীদ হারুন সম্প্রতি হিন্দু পূজাকে “শয়তানের ইবাদত” বলে মন্তব্য করেছেন—এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি।
বিজ্ঞপ্তিতে সংগঠনের নেতারা বলেন, এমন বক্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতিকে ধ্বংস করে এবং সমাজে বিভাজন তৈরি করে। তারা অভিযোগ করেন, একটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এমন বক্তব্যকে সমর্থন করছেন, যা অত্যন্ত উদ্বেগজনক।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটি হারুনুর রশীদের এ মন্তব্যের জন্য তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। পাশাপাশি ওই রাজনৈতিক দলকে দলীয় পরিচয় থেকে তাকে বহিষ্কার করারও আহ্বান করেছে।
সংগঠনের নেতারা আরও বলেন, দেশের সংবিধান সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে। তাই ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন কর্মকাণ্ড সহ্য করা হবে না।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ, সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জী এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি বিজন কুমার দেব ও সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল।