দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সোমবারের বৈঠকে নির্দিষ্ট কোনো এজেন্ডা থাকছে না, খোলামেলা আলোচনা হবে। তবে বৈঠকটি অবশ্যই গুরুত্বপূর্ণ।
রাতে অনুষ্ঠেয় ওই বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে ঠিক কী বিষয়ে এই বৈঠক ডাকা হয়েছে তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি। যদিও বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য জানিয়েছেন, ‘জরুরি’ কোনো বিষয়ে আলোচনা করতেই এই বৈঠক ডাকা হয়েছে।
এ ক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট এবং আসন্ন নির্বাচনে দলীয় নমিনেশন নিয়ে সৃষ্ট মতভেদ নিরসনসহ দলের গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
সম্পাদক: মোঃ আব্দুর রহমান
যোগাযোগ:
মোবাইল:
ইমেইল: info@mohanonda24.com