10/22/2025 ১৫ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার
অনলাইন ডেস্ক
২১ অক্টোবর ২০২৫ ১৪:২৭
টানা আন্দোলনের মুখে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ১৫ শতাংশ হারে (ন্যূনতম ২ হাজার টাকা) বাড়িভাড়া ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো প্রস্তাবে ইতোমধ্যে সম্মতি দিয়েছে অর্থ বিভাগ। এ খবরে খুশি হয়েছেন শিক্ষকরা।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে শিক্ষা উপদেষ্টার সঙ্গে শিক্ষক প্রতিনিধিদের বৈঠকে ১৫ শতাংশ বাড়িভাড়া ভাতা দেওয়ার বিষয়ে উভয়পক্ষের ঐক্যমত হয়। এরপর দুপুরে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মোসা. শরীফুন্নেসা স্বাক্ষরিত চিঠিতে এ বিষয়ে সম্মতিপত্র জারি করা হয়। এতে আগের (১৬ অক্টোবর) সম্মতিপত্রটি বাতিল ঘোষণা করা হয়।
সম্মতিপত্রে বলা হয়, আগামী ১ নভেম্বর থেকে শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের সাড়ে ৭ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা পাবেন।
আগামী অর্থবছরের ১ জুলাই থেকে আরও সাড়ে ৭ শতাংশ বাড়িভাড়া ভাতা যুক্ত হবে।
সবমিলিয়ে মোট ১৫ শতাংশ বাড়িভাড়া ভাতা দেওয়া হবে।
টানা ১০ দিনের আন্দোলনের পর সরকারের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষকরা। যদিও তারা ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা দাবি করে আসছিলেন, তবে বর্তমান পরিস্থিতিতে এটিকে ‘আন্দোলনের আংশিক বিজয়’ হিসেবে দেখছেন শিক্ষক নেতারা।
সচিবালয় থেকে বৈঠক শেষে শিক্ষক নেতারা শহীদ মিনারে গিয়ে সহকর্মীদের সঙ্গে আলোচনা করবেন। এরপর আনুষ্ঠানিকভাবে আন্দোলন শর্তসাপেক্ষে স্থগিতের ঘোষণা দিতে পারেন বলে জানিয়েছেন তারা।
দুজন শিক্ষক নেতা জানিয়েছেন, আজই তারা আন্দোলন স্থগিতের ঘোষণা দেবেন। শিক্ষকরা আজ দুপুরেই ঢাকা ছাড়বেন এবং আগামীকাল (বুধবার) থেকে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাসে যোগ দেবেন।