07/31/2025 ডাকসুতে ভোট দিতে পারবেন না ছাত্রলীগের চিহ্নিত অপরাধীরা
অনলাইন ডেস্ক
২৯ জুলাই ২০২৫ ১৯:৫৬
তবে এবারের নির্বাচনে জুলাই মাসে ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ভোটার তালিকা থেকে বাদ পড়ছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, গঠিত তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ছাত্রলীগের ১২৮ জন নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া শাহবাগ থানায় দায়ের করা দুটি মামলায় ছাত্রলীগের আরও তিন শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
নির্বাচন কমিশনের একটি সূত্র জানিয়েছে, বহিষ্কৃত ১২৮ জন কোনোভাবেই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন না। পাশাপাশি শাহবাগ থানায় দায়ের করা মামলার ভিত্তিতে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট যাদের দোষী সাব্যস্ত করবে, তারাও ভোটাধিকার হারাবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগ বা ইনস্টিটিউট থেকে যদি সুনির্দিষ্ট অভিযোগ আসে, সেটিও খতিয়ে দেখে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।
বিশ্ববিদ্যালয়ের একজন নির্বাচন কর্মকর্তা বলেন, “আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হোক। সে জন্য কারা প্রকৃত শিক্ষার্থী এবং কারা অপরাধে জড়িত—তা নির্ধারণে আমরা সতর্কভাবে কাজ করছি।”
ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে এখন ব্যাপক আলোচনা ও প্রস্তুতি চলছে। তবে ছাত্রলীগ নেতাকর্মীদের তালিকা থেকে বাদ পড়ার বিষয়টি নির্বাচনের পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।