07/30/2025 রুয়ার নির্বাহী সদস্য পদে নির্বাচিত নূরুল ইসলাম বুলবুল
নিউজ ডেস্ক
২৬ জুলাই ২০২৫ ২১:৫৪
নির্বাচনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। মো. নূরুল ইসলাম বুলবুলের বিজয়কে তার দীর্ঘদিনের ছাত্ররাজনীতি, সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং অ্যালামনাইদের সঙ্গে নিবিড় সম্পর্কের প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এবারের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. রফিকুল ইসলাম খান। সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য ড. মো. নিজাম উদ্দীন। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ড. এফ নজরুল ইসলাম এবং নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মোস্তফা কামাল আকন্দ।
নির্বাচনে সহসভাপতি নির্বাচিত হয়েছেন মো. কেরামত আলী ও মো. মতিউর রহমান আখন্দ, সংরক্ষিত মহিলা সহসভাপতি হয়েছেন সাবরীনা শারমিন। কোষাধ্যক্ষ পদে জয় পেয়েছেন জে এ এম সকিলউর রহমান। যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন মো. কামরুল আহসান, দেলাওয়ার হোসেন এবং সংরক্ষিত মহিলা আসনে ড. মোছা. ইসমত আরা বেগম।
নির্বাচিত বাকি কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সাংগঠনিক সম্পাদক মো. ইমাজ উদ্দিন, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মো. কবির উদ্দীন, শিক্ষা ও পাঠাগার সম্পাদক ড. মো. নাসির উদ্দিন, যুগ্ম-শিক্ষা ও পাঠাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক মো. শামসুজ্জোহা, যুগ্ম সম্পাদক ড. মো. নূরুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ড. মো. হারুন-আর রশিদ, যুগ্ম সম্পাদক আবু সালেহ মো. আব্দুল্লাহ।
প্রচার ও জনসংযোগ সম্পাদক হয়েছেন কে. এম. কামরুজ্জামান কোরবান, যুগ্ম সম্পাদক মোহা. আশরাফুল আলম ইমন। ক্রীড়া সম্পাদক পদে জয়ী হয়েছেন মো. মোজাম্মেল হক এবং যুগ্ম সম্পাদক হয়েছেন রুকন উদ্দিন মো. রওশন জামির খান। দপ্তর সম্পাদক কাজী মামুন রানা ও যুগ্ম সম্পাদক মো. মোজাহিদ হাসান, আইটি সম্পাদক মো. মাসুদ রানা ও যুগ্ম সম্পাদক মো. হাবিবুর রহমান মুন্না। আইন সম্পাদক হয়েছেন মুহম্মদ শাহাদাৎ হোসাইন এবং যুগ্ম আইন সম্পাদক মো. মিল্টন হোসেন।
এছাড়াও কল্যাণ ও উন্নয়ন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ড. শাহ্ হোসাইন আহমেদ মেহ্দী এবং মুখ্য-কল্যাণ ও উন্নয়ন সম্পাদক হয়েছেন সাব্বির আহমেদ তাফসীর। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হয়েছেন এ. বি. এম. কামরুজ্জামান এবং যুগ্ম সম্পাদক মো. ফরহাদ আলম।
নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. আশফাকুল রহমান, মো. আবু তালেব, মো. আব্দুল বাছেদ, মো. আবদুল খালেক, এম উমার আলী, আ. স. ম. খায়রুজ্জামান, মো. গোলাম রছুল, মো. নুরুল ইসলাম, মোহাম্মদ নজরুল ইসলাম, মো. মহিউদ্দীন, মো. মাহবুবুল আহসান, মো. রেজাউল করিম, মো. রফিকুল ইসলাম, মোহা. লতিফুল রহমান ও মো. শফিকুল ইসলাম।
সংরক্ষিত মহিলা নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোছা. ফাতিমা খাতুন, মোসা. সখিনা খাতুন, ড. সিরাজুম মুনীরা, শাহানারা বেগম ও শারমিন আকতার।
নবনির্বাচিত কমিটি আগামী দুই বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে কার্যকর সংযোগ স্থাপন ও অ্যালামনাই সংগঠনকে শক্তিশালী করতে নানা উদ্যোগ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।