01/16/2025 চাঁপাইনবাবগঞ্জ শহরের নেতৃত্বে আঃ আজিজ ও ইউসুফ
নিজস্ব প্রতিবেদন
৭ জানুয়ারী ২০২৫ ১৭:৪২
২০২৫ সেশনের জন্য ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী মহানগর ও চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সেটআপ সম্পন্ন
২০২৫ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী মহানগর ও চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে।
০৭ জানুয়ারি দুপুর ২.০০ টায় রাজশাহীর বিনোদনপুরে শহীদ শরীফুজ্জামান নোমানী মিলনায়তনে ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী মহানগর ও চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
২০২৫ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্তদের সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিদের শপথবাক্য পাঠ করান।
সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতিবৃন্দ শাখা সেক্রেটারিদের মনোনীত করেন এবং নাম ঘোষণা দেন।
পরিশেষে, দোয়া ও মুনাজাত পরিচালনার মাধ্যমে প্রোগ্রামের সমাপ্তি হয়।