01/16/2025 গোমস্তাপুরে দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতের রুকন সম্মেলন।
উপজেলা প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২৪ ০৩:৩৫
বাংলাদেশ জামায়াতে ইসলামী গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর জামায়াতের যৌথ উদ্যোগে দীর্ঘ ১৭ বছর পর প্রকাশ্যে রুকন(সদস্য) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ শে ডিসেম্বর) সকাল ৯ টায় গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর শহরের উৎসব কমিউনিটি সেন্টারে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির ইমামুল হুদার সভাপতিত্বে ও পৌর আমির মুনিরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আমির মাওলানা আবুজার গিফারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী ড.মু.মিজানুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল ও মাওলানা শাহ আলম, উপজেলা জামায়াতের সাবেক আমির ডা:শহিদুল্লাহ এবং ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখার সভাপতি মোখতারুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।