"নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী" এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১৫ মার্চ বেলা ৩ঃ৩০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়, চাপাইনবাবগঞ্জের সম্মেলন কক্ষে বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।   
 
উক্ত সভায় মান্যবর জেলা প্রশাসক জনাব এ কে এম গালিভ খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভোক্তার অধিকার রক্ষায় সবার প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য দেন৷ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব আহমেদ মাহবুব-উল-ইসলাম।
 
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
 
সভায় বক্তারা বলেন, এখন ও অনেক মানুষ তাদের ভোক্তা অধিকার সম্পর্কে জানেনা। জনসচেতনা বৃদ্ধি করার জন্য প্রশাসন, সাংবাদিক, ব্যবসায়ী সহ সবাইকে কাজ করতে হবে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে হবে। বেশী করে বাজার মনিটর করতে হবে।
             
            
                সম্পাদক: মোঃ আব্দুর রহমান
                যোগাযোগ: 
                মোবাইল: 
                ইমেইল: info@mohanonda24.com