01/21/2026 শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
ডেস্ক রিপোর্ট
২১ জানুয়ারী ২০২৬ ১৭:০৬
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বিকাল ৩ টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরপার্ক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তি মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তব্য দেন, ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সাবেক সভাপতি, তোহরুল ইসলাম, শহর শাখার সভাপতি আব্দুল আজিজ ও সেক্রেটারি ইউসুফ আল গালিব।
এসময় বক্তারা অনতিলম্বে শাকসু নির্বাচন স্থগিত আদেশ বাতিল করে দ্রুত নির্বাচন করার দাবি জানান।