01/09/2026 অবৈধভাবে ফসলি জমির টপ সয়েল কাটা বন্ধে ভেক্যু ও ট্রাক্টর জব্দ
ডেস্ক রিপোর্ট
৬ জানুয়ারী ২০২৬ ২০:২২
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকায় অবৈধভাবে ফসলি জমির টপ সয়েল কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে মাটি উত্তোলনে ব্যবহৃত একটি ভেক্যু মেশিন (এক্সেভেটর) ও একটি মাটি ভর্তি ট্রাক্টর জব্দ করা হয়েছে। তবে অভিযানের খবর টের পেয়ে ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে গেছে মূল হোতা ফারুক।
ফারুকের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ০১ নং ওয়ার্ডের নয়াগোলা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, হোসেনডাঙ্গা এলাকায় দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের বেলায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে আসছিল ফারুক। মাটি কাটা ও পরিবহনের কারণে ওই এলাকার কৃষি জমি ধ্বংস হওয়ার পাশাপাশি ভারী ট্রাক্টরের চলাচলের ফলে গ্রামীণ রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হচ্ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ হোসেনডাঙ্গা এলাকায় এই যৌথ অভিযান চালায়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ফারুক ও তার সহযোগীরা সরঞ্জাম ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ঘটনাস্থল থেকে মাটি কাটার ভেক্যু ও মাটি পরিবহনের ট্রাক্টরটি জব্দ করে ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় ইউপি প্রাঙ্গনে রাখা হয়।
এ বিষয়ে ফারুক বলেন, ফসলি জমির মাটি কাটার অপরাধে একটি ভেক্যু মেশিন ও ট্রাক্টর জব্দ করেছে প্রশাসন। এ নিয়ে প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
ঝিলিম ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা (টহসিলদার) মাসুদ রানা বলেন, ফারুক দীর্ঘদিন অবৈধভাবে ফসলি জমির টপ সয়েল কাটার সাথে জড়িত। তাকে ধরতে একাধিকবার অভিযান চালানো হয়, তবে কৌশলে পালিয়ে যায়। রবিবার সকালে পরিকল্পনা করে চারিদিক থেকে ঘিরে ধরে তার উপর অভিযান পরিচালনা করা হয়। এই সময় ফারুক ও তার সহোযোগীরা পালিয়ে গেলেও একটি ভেক্যু ও মাটি ভর্তি ট্রাক্টর জব্দ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার মোঃ ইকরামুল হক নাহিদ বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে যারা কৃষি জমি ও পরিবেশের ক্ষতি করছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ঘটনাস্থলে কেউ না থাকার কারনে ভেক্যু মেশিন ও ট্রাক্টর জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনী পদক্ষেপ চলমান আছে।