১৩ দাবি নিয়ে ইসিতে বিএনপি


মহানন্দা২৪, ঢাকা: প্রশাসনে রদবদল, নেতা-কর্মীদের হয়রানি বন্ধসহ ১৩ দফা দাবি নিয়ে নির্বাচন কমিশনে গিয়েছে বিএনপি।
দলটি যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশন কার্যালয়ে যান।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ নভেম্বর, বাছাই ২ ডিসেম্বর, প্রত্যাহার ৯ ডিসেম্বর। আর প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর।
আপনার মূল্যবান মতামত দিন: