শনিবার স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন


নিউজ ডেস্ক: আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। আগামিকাল শনিবার স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । পদ্মা সেতুর উদ্বোধনকে স্মরণীয় করে রাখতে দেশজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই সব অনুষ্ঠানে যাতে কোনও ধরনের নাশকতা না হয়, তার জন্য ব্যাপক নিরাপত্তার বন্দোবস্থ করা হয়েছে। পুলিশের পাশাপাশি নিরাপত্তা সামলাতে র্যাব, এসএসএফ , ডিজিএফআই , এনএসআই ও নৌপুলিশকে নামানো হয়েছে। শুক্রবার দুপুরে পদ্মা সেতু উদ্বোধনস্থল ঘুরে দেখার পরে এ কথা জানিয়েছেন পুলিশের আইজি বেনজীর আহমেদ।
সম্প্রতি এসএসএফের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশঙ্কা প্রকাশ করেছিলেন, পদ্মা সেতু উদ্বোধন ঘিরে নাশকতামূলক কাজকর্ম সংগঠিত করার চক্রান্ত চলছে। নাশকতা রুখতে সেনাবাহিনীকে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দিয়েছিলেন তিনি। তবে যেহেতু আগামিকাল গোটা দেশের নজর পদ্মা সেতুর উদ্বোধনের দিকেই থাকবে, তাই যাতে অন্য জায়গায় কোনও নাশকতামূলক ঘটনা না ঘটাতে পারে জঙ্গিরা তার জন্য ইতিমধ্যেই বিশেষ সতর্কমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে…
আপনার মূল্যবান মতামত দিন: